মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পথশ্রী প্রকল্পের বোর্ড রয়েছে। তাতে জ্বলজ্বল করছে প্রকল্প শুরু এবং শেষের তারিখ। খরচের বিবরণও রয়েছে তাতে। কিন্তু যে প্রকল্পের জন্য এত কিছু, সেই রাস্তাটিই বাস্তবের মুখ দেখেনি। অথচ সেই রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানও ধুমধাম করে সেরে ফেলা হয়েছিল। মালদহের মানিকচকে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের অন্তর্গত একটি রাস্তা নিয়ে দুর্ভোগের শেষ নেই স্থানীয়দের।
মানিকচক পঞ্চায়েত সমিতির অন্তর্গত পাল্লুরোড থেকে ইজাজুল হকের বাড়ি পর্যন্ত ১.০২ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা তৈরির বরাত পেয়েছিল একটি ঠিকাদারি সংস্থা। সরকারি বোর্ডে লেখা রয়েছে, প্রকল্পের কাজ শুরু হয় ২০২৩ সালের ২৮ মার্চ, কাজ শেষ হয় ২৫ এপ্রিল। এ জন্য খরচ হয় ৪৭ লক্ষ ৩৫ হাজার ৭৬২ টাকা। প্রসঙ্গত, গত ২৪ মার্চই প্রকল্পের আগাম উদ্বোধনী অনুষ্ঠানও সেরে ফেলা হয়। স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের নেত্রী সাবিত্রী মিত্রের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন মানিকচকের বিডিও-সহ প্রশাসনের অন্যান্য কর্তারা। এ পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গ্রামবাসীদের অভিযোগ, অনুষ্ঠানের পর থেকেই আর দেখা মেলেনি ঠিকাদারের। স্বভাবতই কাজ হয়নি কিছুই। অথচ সরকারি বোর্ডে জ্বলজ্বল করছে কাজ শেষের তারিখও! এটা কী করে সম্ভব? প্রশ্ন গ্রামবাসীদের।