এক জন নেতা বোধহয় এ ভাবেই তৈরি হয়। কলকাতা তাদের ট্রফি জয়ের ক্যাপ্টেনকে ধরে রাখতে পারেনি। সেই শ্রেয়স পঞ্জাবের ক্যাপ্টেন হিসাবে নেমে দেখিয়ে দিলেন ‘ক্যাপ্টেন’স ইনিংস’ কাকে বলে। কলকাতা ছেড়ে দেওয়ায় মোটেই খুশি ছিলেন না শ্রেয়স। টানটান ম্যাচে পঞ্জাব যে ভাবে গুজরাতকে হারাল, তাতে শ্রেয়সের ৯৭ যে কোনও সেঞ্চুরির চেয়ে দামি। প্রথম ম্যাচে ফিল সল্ট, আর এ বার শ্রেয়স আয়ার, কেকেআরের দুই বাতিল তারকা এ বছরের আইপিএলে দারুণ শুরু করেছেন। দুই প্রাক্তনের এই পারফরম্যান্স দেখে কেকেআর ম্যানেজমেন্ট কী বলছে?