৩১ বলে ৫৬ করে প্রথম ম্যাচে কেকেআরকে হারানোর অন্যতম নায়ক ফিল সল্ট। সেই ফিল সল্ট, যাঁকে এ বছর নিলামের আগে ছেড়ে দেয় কলকাতা। পরে দলে নেওয়ার জন্য ঝাঁপালেও আরসিবির দেওয়া দামের সঙ্গে আর পেরে ওঠেনি। গত বছর কেকেআরের আইপিএল জয়ের নায়ক, ১২ ম্যাচে করেছিলেন ৪৩৫ রান। সেই ফিল সল্টকে দলে না নিতে পারায় হাত কামড়াতে হবে না তো, নাইটদের? একই প্রশ্ন করা যেতে পারে ঈশান কিশনকে নিয়েও। মুম্বই তাঁকে ছেড়ে দিয়েছে। এ বছর প্রথম ম্যাচে নেমেই হায়দরাবাদের হয়ে সেঞ্চুরি করেছেন ঈশান।