অবিশ্বাস্য ব্যাট করে দিল্লি ক্যাপিটালসকে জিতিয়ে আইপিএলের নতুন নায়ক আশুতোষ শর্মা। ৩১ বলে করলেন ৬৬ রান। মারলেন ৫টি ছক্কা। সুনীল গাওস্কর তাঁর প্রশংসা করেছেন। পিঠ চাপড়ে দিয়েছেন দিল্লির মেন্টর কেভিন পিটারসেন। ৬৫ রানে ৫ উইকেট হারিয়ে এক সময় দিল্লি ধুঁকছিল। ইমপ্যাক্ট সাব হিসাবে ব্যাট করতে নামেন আশুতোষ। ঘরোয়া ক্রিকেটে রেলের হয়ে খেলা আশুতোষকে এ বছর দিল্লি ৩ কোটি ৮০ লক্ষ টাকায় কিনেছে। ছয় মেরেই ম্যাচ শেষ করবেন, আত্মবিশ্বাসী ছিলেন আশুতোষ। এক সময় অসম্ভব ম্যাচ জিতিয়ে রিঙ্কু সিংহ হয়ে গিয়েছিলেন কেকেআরের নয়নের মণি। আশুতোষ কি হয়ে উঠবেন পরবর্তী রিঙ্কু?