প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
এই ভরা বর্ষায় সাদা গরম ভাতে ইলিশ না হলে জমে! কিন্তু দাম দিয়েও ভাল ইলিশ মিলছে কোথায়? সেই খোঁজ করতে কলকাতার বাজারে হাজির আনন্দবাজার অনলাইন।
আষাঢ় শ্রাবণ দু’মাস কেটে যাওয়ার পরেও ইলিশের দাম কমার নাম নেই। মাঝে কিছুদিন ইলিশ পাওয়া গেলেও, এই মুহূর্তে বাজারে জোগান একেবারেই কম, জানাচ্ছেন বিক্রেতারা। তাঁদের দাবি, তিস্তার জল বণ্টন সমস্যা যতদিন চলবে, ততদিন ভারতে বাংলাদেশের ইলিশের জোগানে সমস্যা থাকবে। বাংলাদেশের যে ইলিশ এখানে পাওয়া যাচ্ছে তা হিমঘরের মাছ। সেই মাছ বেশি দাম দিয়ে কিনতে চাইছেন না ক্রেতারা।
এই অবস্থার সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী বাজারে নিয়ে এসেছেন খোকা ইলিশ। আইন করে খোকা ইলিশ তোলা বন্ধ করা হলেও ফের বাজার ছেয়ে গেছে খোকা ইলিশে।
এখন বাংলাদেশের ইলিশ বাজারে কবে আসে সেদিকে তাকিয়ে মধ্যবিত্ত বাঙালি।