অভিনয়ে আত্মপ্রকাশ শিশুশিল্পী হিসাবে, ২০০৮-এ মাত্র ছ’বছর বয়সে ‘দুর্গা’ ধারাবাহিকের সূত্রে। অভিনয় কাকে বলে না বুঝলেও কাজ করতে মজাই লাগত তাঁর। তিনি দিতিপ্রিয়া রায়। এরপর ‘অপরাজিত’, ‘তোমায় আমায় মিলে’ ধারাবাহিকের পর সৃজিত মুখোপাধ্যায়ের ‘রাজকাহিনি’-তে তাঁর উপস্থিতি চোখে পড়ে সকলের। পড়াশোনা আর ধারাবাহিকের কাজ মিলিয়ে বেড়ে উঠছিল ছোট্ট মেয়েটি। হঠাৎ ক্যানসার ধরা পড়ে তাঁর বাবার। সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় সবার প্রিয় ‘দিতি’-কে। মাধ্যমিক পেরিয়ে উচ্চ-মাধ্যমিক, সকলের প্রিয় ‘রাণীমা’ হয়ে উঠলেন দিতিপ্রিয়া। মনের মতো একটি ফ্ল্যাট কিনেছেন, বাবা-মা আর তাঁর পোষ্য ‘পপকর্ন’কে নিয়ে বেশ দিন কাটছে তাঁর। সদ্য জীবনে এসেছেন বিশেষ একজন। অভিনয়, জীবনের লড়াই, সদ্য প্রেমে পড়া, সব নিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে মন খুললেন দিতিপ্রিয়া।