ব্রাজ়িলের পোর্ট ডু একো থেকে বাহরাইনের খলিফা বিন সলমন বন্দরে যাচ্ছিল লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ‘এমভি লীলা নরফোক’। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিটিশ সমুদ্রবাণিজ্য বিষয়ক পোর্টাল ‘ইউকেএমটিও’-তে বিপদসংকেত পাঠায় ‘নরফোক’। জানানো হয় পাঁচ-ছ’জন অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী উঠে পড়েছে জাহাজে। ১৫ জন ভারতীয়-সহ জাহাজের ২১ জন নাবিকের অপহরণের আশঙ্কায় নড়েচড়ে বসে ভারতীয় সেনা। শুরু হয় ‘জলদস্যু’দের কবল থেকে ‘নরফোক’কে মুক্ত করার অভিযান। অবশেষে শুক্রবার বিকেলে উদ্ধার করা হয় জাহাজটিকে। তবে ভারতীয় নৌসেনার তরফ থেকে জানানো হয়, মেরিন কম্যান্ডোরা জাহাজে পৌঁছে আর ‘দুষ্কৃতী’দের দেখা পাননি। সম্ভবত, ভারতীয় নৌসেনার তরফ থেকে বার বার আত্মসমর্পণের হুঁশিয়ারি শুনেই পালিয়ে যান তাঁরা।