নিজের বাড়ির চারপাশ পরিষ্কার রাখুন, পানের পিক রাস্তায় না ফেলে গিলে ফেলুন তা হলেই পরিষ্কার হয়ে যাবে শহর — প্রধানমন্ত্রী হলে যে নির্দেশ দেবেন বলে জানালেন জাদুকর পিসি সরকার(জুনিয়র)।
চলছে অষ্টাদশতম লোকসভা নির্বাচন। এরই মধ্যে আনন্দবাজার অনলাইন হাজির হয়েছিল জাদুকর প্রদীপচন্দ্র সরকার (পিসি সরকার জুনিয়র)-এর কাছে। এক সময়ে লড়েছিলেন ভোটের ময়দানে। এখন সেখান থেকে তিনি অনেকটাই দূরে। তাঁর কাছে প্রশ্ন ছিল, তিনি যদি দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেতেন, তা হলে কোন পাঁচটি বিষয়ে উন্নয়নমূলক কাজ করতেন? ব্যক্তি-স্বাতন্ত্র্যে বরাবরই পিসি সরকার জুনিয়র অন্য রকম। রাখঢাক না রেখে নিজস্ব মেজাজে পাঁচটি পরিকল্পনার কথা ভাগ করে নিলেন তিনি।