বিশ্বের উচ্চতম রাস্তা, সুড়ঙ্গ ও যুদ্ধবিমান ঘাঁটি তৈরির কাজে হাত দিল ভারতীয় সেনা। সেনার অধীনস্থ ‘বর্ডার রোডস অর্গানাইজ়েশন’-এর তত্ত্বাবধানে পূর্ব লাদাখে ১৯ হাজার ফুটেরও বেশি উচ্চতায় তৈরি হবে মিগ লা-ফুকচে পথ। ইতিমধ্যেই দুই লেন বিশিষ্ট সেলা সুড়ঙ্গপথের কাজ শেষ হয়েছে। শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সুড়ঙ্গের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বর্ডার রোড অর্গানাইজ়েশনের প্রধান। এ ছাড়াও ১৪ হাজার ফুট উচ্চতায় তৈরি হবে নিওমা যুদ্ধবিমান ঘাঁটি। পরিকল্পিত ওই বিমানঘাঁটি থেকে ভারত-চিন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার মতো দূরে অবস্থিত। বর্ডার রোড অর্গানাইজ়েশনের বক্তব্য, কৌশলগত জায়গা থেকে এই বিমানঘাঁটি ও সুড়ঙ্গপথ ভারতীয় সেনা এবং বিমানবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।