World’s Highest Motorable Road

বিশ্বের উচ্চতম রাস্তা নির্মাণ লাদাখে, ১৪ হাজার ফুট উঁচুতে তৈরি হচ্ছে বিমানঘাঁটি

চিন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার মতো দূরে তৈরি হবে নিওমা যুদ্ধবিমান ঘাঁটি। আগামী ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা সেনাবাহিনীর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৩ ১৬:৫৬
Share:
Advertisement

বিশ্বের উচ্চতম রাস্তা, সুড়ঙ্গ ও যুদ্ধবিমান ঘাঁটি তৈরির কাজে হাত দিল ভারতীয় সেনা। সেনার অধীনস্থ ‘বর্ডার রোডস অর্গানাইজ়েশন’-এর তত্ত্বাবধানে পূর্ব লাদাখে ১৯ হাজার ফুটেরও বেশি উচ্চতায় তৈরি হবে মিগ লা-ফুকচে পথ। ইতিমধ্যেই দুই লেন বিশিষ্ট সেলা সুড়ঙ্গপথের কাজ শেষ হয়েছে। শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই সুড়ঙ্গের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বর্ডার রোড অর্গানাইজ়েশনের প্রধান। এ ছাড়াও ১৪ হাজার ফুট উচ্চতায় তৈরি হবে নিওমা যুদ্ধবিমান ঘাঁটি। পরিকল্পিত ওই বিমানঘাঁটি থেকে ভারত-চিন সীমান্ত থেকে ৩০ কিলোমিটার মতো দূরে অবস্থিত। বর্ডার রোড অর্গানাইজ়েশনের বক্তব্য, কৌশলগত জায়গা থেকে এই বিমানঘাঁটি ও সুড়ঙ্গপথ ভারতীয় সেনা এবং বিমানবাহিনীর জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement