প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
২০১৮ সালের পর ২০২৩। পাঁচ বছর পর আবারও এশিয়া সেরা ভারত। এই নিয়ে সর্বাধিক অষ্টমবার এশিয়া কাপ জয়ের নজির ভারতের। সদ্য সমাপ্ত এশিয়া কাপেই পাকিস্তানের বিরুদ্ধে ভারত ২২৮ রানের জয় পেয়েছিল। যা ভারত-পাক ক্রিকেট ইতিহাসে এক কথায় বেনজির। পাকিস্তানকে এর আগে এতো বড় ব্যবধানে হারায়নি ভারত। মূলত বিরাট কোহলি (১২২*) এবং লোকেশ রাহুলের (১১১*) জোড়া শতরানের সুবাদেই এই পাহাড়প্রমাণ জয় পেয়েছিল ভারত। এবার ফাইনালে মহম্মদ সিরাজ, হার্দিক পাণ্ড্যর কামাল। সিরাজের ৭ এবং হার্দিকের ২.২— মাত্র ৯ ওভার ২ বলেই শ্রীলঙ্কার ৯ উইকেট তুলে নিলেন এই জোড়া পেস বোলার। সিরাজ একাই নিয়েছেন ৬ উইকেট। তার মধ্যে এক ওভারেই রয়েছে ৪ শিকার। ৩টি উইকেট গিয়েছে হার্দিকের ঝুলিতে। যশপ্রীত বুমরা পেয়েছেন একটি উইকেট। ভারতের এমন বিধ্বংসী বোলিংয়ের সামনে শ্রীলঙ্কা গুটিয়ে গেল মাত্র ৫০ রানে। কোনও ফাইনালে এটাই কোনও প্রতিপক্ষের সব থেকে কম রান। জবাবে ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়েই সহজ জয় পেল ভারত।
ভারতের এশিয়া কাপ জয়: ১৯৮৪, ১৯৮৮, ১৯৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩