প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সৈকত
নভেম্বর শেষ হতে চললেও এখনও সে ভাবে ঠান্ডা পড়েনি। এর মধ্যেই নিম্নচাপের ভ্রূকুটি। আবহাওয়ার খামখেয়ালিপনায় রোগভোগ থেকে মুক্তি নেই। বর্ষাকালকে পিছনে ফেলে এলেও পিছু ছাড়ছে না ডেঙ্গি। পরীক্ষার অনুপাতে ডেঙ্গির পজ়িটিভিটি রেট আরও কমলে তবেই তা নিয়ন্ত্রণে এসেছে বলা ঠিক হবে, এমনই মত জেরিয়াট্রিক মেডিসিনের চিকিৎসক অরুণাংশু তালুকদারের। এই পরিস্থিতিতে বাড়ির বয়স্ক সদস্যদের সুরক্ষিত রাখবেন কী করে, জানাচ্ছেন চিকিৎসক তালুকদার।