Dire Wolf De-Extinction

১৩ হাজার বছরের পুরনো দাঁত, ৭২ হাজার বছরের খুলির টুকরো প্রাণ ফেরাল বিলুপ্ত সাদা নেকড়ের

জুরাসিক পার্কের কল্পবিজ্ঞান হল সত্যি। বিলুপ্ত ডায়ার উল্‌ফকে ফিরিয়ে আনল আমেরিকার বায়োটেক সংস্থা। নেপথ্যে ডিএনএ নিয়ে বৈজ্ঞানিক কারিকুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৭:১৯
Share:
Advertisement

দুধ সাদা লোমশ বা ডায়ার উল্‌ফ— এই নেকড়ে নিয়ে সারা বিশ্ব হইচই। ‘গেম অফ থ্রোন্‌স-এর দর্শকেরা যদিও একে আগেই চিনতেন। প্রস্তর যুগে, মানে দশ থেকে বারো হাজার বছর আগে হারিয়ে যাওয়া প্রাণীই নাকি ফিরে এসেছে। কিন্তু এ সব তো সায়েন্স ফিকশনে হয়! সিনেমায় দেখা যায়। বাস্তবে কী ভাবে হল এই অসাধ্য সাধন?

ডায়ার উল্‌ফের বৈজ্ঞানিক নাম ‘অ্যায়োনোসিয়ন ডায়রাস’। ১২ হাজার বছর আগে যারা আমেরিকায় দাপিয়ে বেড়াত, তার পর ধীরে ধীরে তারা বিলুপ্তির পথে। সেটিকেই ফিরিয়ে এনেছে আমেরিকার বায়োটেক সংস্থা ‘কলোসাল বায়োসায়েন্সেস’। বলা হচ্ছে এটাই বিশ্বের প্রথম ‘ডি-এক্সটিঙ্কশন’। পরীক্ষাগারে জন্মেছে দুধ সাদা নেকড়ের তিনটে শাবক। কিন্তু বিজ্ঞান কি বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে সত্যিই ফেরাতে পারে? ডায়ার উল্‌ফ তারই প্রমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement