প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
সেমেস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছিল সংসদ। এ বার নতুন সিলেবাস চূড়ান্ত করার শেষ পদক্ষেপে পৌঁছে গেছেন তাঁরা, জানালেন খোদ শিক্ষামন্ত্রী। মুখ্যমন্ত্রীর অনুমতি পেলে নতুন শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাসে পড়বেন এ বারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া পড়ুয়ারা। এ দিন একটি নতুন পোর্টাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। এই পোর্টালেই এ বারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নম্বর আপলোড করতে হবে প্রধান পরীক্ষকদের। এর ফলে পরীক্ষার্থীদের মূল্যায়ন আরও নির্ভুলভাবে এবং দ্রুততার সঙ্গে করা সম্ভব হবে বলে জানান সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।