মধ্যবিত্তের খারাপ সময়ের সঙ্গী রক্ত জল করে জমানো কয়েক ভরি সোনা। কিন্তু সোনার দাম যে হারে আকাশ ছুঁয়েই চলেছে, তাতে সোনা কেনার কথা দু’বার ভাবতে হয় আজকাল। স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, ২২ বা ১৮ ক্যারাটের সোনার গয়না কেনার ইচ্ছে থাকলেও তা অনেকেরই নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের কাছে সোনা বিক্রিতে ইএমআইয়ের সুবিধা চালু করার আবেদন জানাল স্বর্ণ ব্যবসায়ীদের একাংশ।