শিশু ও সারমেয়র চোখ দেখে আমি রোজ অভিনয় শিখি: গার্গী
জন্মদিনে একঝাঁক শিশুর মাঝে পৌঁছে গিয়েছিলেন গার্গী রায়চৌধুরী।
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ২০:৩২
Share:
Advertisement
প্রতি বছর জন্মদিনে নতুন নতুন বাচ্চাদের সঙ্গে আলাপ জমান নায়িকা। এবারও তার অন্যথা হয়নি। শিশুদের সঙ্গে নিয়ে কাটলেন কেক, পেলেন উপহার। ভুললেন না ‘রিটার্ন গিফট’ দিতে। নিষ্পাপ মুখ, চোখ ভরা সারল্যের মাঝে নিজে গেয়ে উঠলেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে’।