প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
গার্ডেনরিচ বিপর্যয়ের পর থেকেই শহরে অবৈধ নির্মাণ নিয়ে চাপানউতর অব্যাহত। বিরোধীদের অভিযোগ শাসকদলের দুর্নীতির জন্যই বেআইনি নির্মাণের বাড়বাড়ন্ত শহরে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি ‘কাটমানি’র লেনদেনের অভিযোগ করছেন, নিশানায় স্থানীয় কাউন্সিলর, পুর আধিকারিক থেকে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ দিন আনন্দবাজার অনলাইনের মুখোমুখি ১৫ নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল। ওই বরোতেই তৈরি হচ্ছিল অবৈধ বহুতলটি। এলাকার অবৈধ নির্মাণের ভূরি ভূরি অভিযোগ প্রসঙ্গে কী বলছেন রঞ্জিত?