ইজ়রায়েলি বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন প্যালেস্টাইলের অস্কারজয়ী পরিচালক। অপরাধ, শাসকের বিরোধিতা। একই দোষে দুষ্ট ভরতের কুণাল কামরাকেও পেতে হয় হুমকি ফোন। আশঙ্কা তৈরি হয়েছিল গ্রেফতার হওয়ারও। এরা একা নয়। শাসকের বিরুদ্ধে কথা বলার ‘অপরাধে’ আঘাত নেমে এসেছে বিশ্বের সব দেশেই। শাসক কি তবে বিরোধিতা পছন্দ করে না?