১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে অংশ নিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। সিকি শতক ধরে ধারাবাহিক অস্বীকারের পর অবশেষে মানতে বাধ্য হল পাকিস্তানও। ভারত বরাবরই দাবি করে এসেছে যে, মুজাহিদদের পাশাপাশি ভারী মাত্রায় পাকিস্তানি সেনাবাহিনীও কার্গিলে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। এই প্রথম আনুষ্ঠানিক ভাবে পাকিস্তানও মেনে নিল কার্গিল যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সেনারাও। শনিবার ছিল পাকিস্তানের প্রতিরক্ষা দিবস। সেই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন পাক সেনাপ্রধান আসিম মুনির। সেখানেই কার্গিয়ে গত পাক সেনাদের বলিদানকে স্বীকৃতি দেন তিনি। সেনাপ্রধানের মন্তব্য থেকেই স্পষ্ট, কার্গিল যুদ্ধে পাক সেনার অংশগ্রহণের বিষয়টি প্রথম বারের জন্য প্রকাশ্যে স্বীকার করে নিচ্ছে ইসলামাবাদ।