‘শ্যামা মা কি আমার কালো রে?’ দীপাবলির সন্ধ্যায় প্যান্ডেলে প্যান্ডেলে কমলাকান্তের ওই কালীগান। কালীর সঙ্গে কি শুধুই কালোর সম্পর্ক? কালীর গায়ের রং কি শুধুই কালো? কালীর মূর্তি কল্পনায় কিন্তু নানা রঙের দেখা মেলে। কোথাও দেবী সাদা তো কোথাও হলুদবরন। কেন কালীর এই ভিন্ন ভিন্ন রঙের কল্পনা? আসলে নানা রঙের সঙ্গে জুড়ে আছে কালীতত্ত্বের নানা দর্শন। আনন্দবাজার অনলাইনে কালীর নানা রঙের মাহাত্ম্য।