প্রতিবেদন ও চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: অসীম
৩৩ বছর বাদেও সমান প্রাসঙ্গিক। ‘রাম কে নাম’। ’৯০-এর করসেবা আন্দোলনের সময় ছবিটি বানিয়েছিলেন আনন্দ পট্টবর্ধন। ২২ জানুয়ারির ‘মেগা শো’য়ের আগে ও পরে ফের চর্চায় ফিরেছে আনন্দের ছবি। তেলঙ্গানায় ওই তথ্যচিত্র প্রদর্শনের ব্যবস্থা করার কারণে এফআইআর দায়ের করা হয়েছে। পুনের ফিল্ম ইনস্টিটিউটে তথ্যচিত্রটি দেখানোর সময় হিংসার অভিযোগ উঠেছে। ‘পিপল্স ফিল্ম কালেক্টিভ’ আয়োজিত দশম কলকাতা পিপল্ ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর নতুন ছবি ‘দ্য ওয়র্ল্ড ইজ় ফ্যামিলি’ নিয়ে এসেছিলেন আনন্দ। ছিল ‘রাম কে নাম’-এর প্রদর্শনীও। উৎসবের ফাঁকে আনন্দবাজার অনলাইনের সঙ্গে ‘রাম’চর্চায় মাতলেন পরিচালক।