প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
বেশ কয়েক দিন ধরেই ডালহৌসির রিজ়ার্ভ ব্যাঙ্কের দফতরের সামনে লম্বা লাইন। ২০০০ টাকার নোট বদলাতে রাত থেকেই ভিড় জমিয়েছেন মানুষ। এঁদের অনেকেই বাড়ি বাড়ি কাজ করেন, কেউ বা জরিশ্রমিক। ‘দিন আনি দিন খাই’ এই সব মানুষদের মধ্যে অনেকেই বুধবার আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, যে নোট বদলাতে রিজ়ার্ভ ব্যাঙ্কের সামনে লাইন লাগিয়ছেন তাঁরা, সে টাকা তাঁদের নয়! বলেছিলেন ‘এজেন্সি’ ওই সব নোট বদলানোর জন্য তাঁদের দিয়েছেন। বিনিময়ে কমিশন পাবেন তাঁরা। কোন এজেন্সি? কে ওই সব নিম্নবিত্ত মানুষকে দু’হাজারের নোট বদলাতে পাঠিয়েছেন? তার খোঁজ নিতে ফের এক বার অকুস্থলে আনন্দবাজার অনলাইন।