Buddhadeb Bhattacharjee Health Update

চলছে বাড়ি ফেরার প্রস্তুতি, বুধেই পাম অ্যাভিনিউয়ের পথে বুদ্ধদেব?

হাসপাতাল ছেড়ে দিলেই দলের তরফে সমস্ত বিল মিটিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ি নিয়ে যাওয়া হবে, জানালেন সূর্যকান্ত মিশ্র।

প্রতিবেদন: প্রচেতা

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৩ ১৬:৩৭
Share:
Advertisement

ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ি যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই। মঙ্গলবার বৈঠকে বসেন বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড। বাড়ি ছাড়ার পর কী কী করতে হবে, মূলত তা নিয়েই এ দিন আলোচনা করেন চিকিৎসকেরা। বৈঠকে উপস্থিত ছিলেন বুদ্ধদেবের দলের নেতা সূর্যকান্ত মিশ্র। ছাড়া পাওয়ার পর বাড়িতে কী ভাবে চিকিৎসা বা ‘হোম কেয়ার’ চলবে সেই সংক্রান্ত আলোচনা হয় ওই বৈঠকে। কবে ছুটি পাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তা অবশ্য এখনও স্পষ্ট করে জানানো হয়নি হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। প্রসঙ্গত, গত ২৯ জুলাই শ্বাসনালি এবং ফুসফুসে গুরুতর সংক্রমণ নিয়ে আলিপুরের হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement