ইডেনের পিচ নিয়ে এই বির্তক বা অভিযোগ নতুন নয়, ২০২৩-এ কেকেআর অধিনায়ক বলেছিলেন ‘কলকাতাই এক মাত্র দল, যারা ঘরের মাঠে খেলার সুবিধা পায় না’। আসলে আইপিএলে প্রতিটা দলই নিজেদের শক্তি অনুযায়ী ঘরের মাঠে পিচ তৈরি করে। আনন্দবাজার ডট কম যোগাযোগ করে ইডেনের পিচ প্রস্তুতকারক সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে। তিনি বলেন, কেকেআর পিচ নিয়ে কোনও অনুরোধ করেনি। রাহানে হয়তো ম্যাচ হারার দুঃখে ওই কথা বলেছেন। তবে কি ঘরের মাঠে হোম টিমের সুবিধা মতোই পিচ বানানো উচিত, নাকি পিচ হবে দু’পক্ষের সমান সমান লড়াইয়ের?