প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সুব্রত
দশমী, একাদশী, দ্বাদশী— এক টানা তিন দিন প্রতিমা নিরঞ্জন। শুক্রবার আবার কার্নিভালে অংশ নেওয়া প্রতিমাগুলোর বিসর্জন। মূলত কলকাতার ১৬টি ঘাটে এই বিসর্জন হয়। আদিগঙ্গার সঙ্গে যুক্ত ৬টি ঘাটেও প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে। দশমীতেই কলকাতায় আড়াই হাজারের বেশি প্রতিমার বিসর্জন হয়েছে। আর এই প্রক্রিয়াকে সুষ্ঠু উপায়ে শেষ করতে তৎপর কলকাতা পৌর সংস্থা। কেএমসি’র তরফে প্রতিটি ঘাটেই মোতায়েন করা হয়েছে আধিকারিকদের। মিউনিসপাল কমিশনার নিজে নজরদারি করছেন। অন্যদিকে, আইন-শৃঙ্খলার ক্ষেত্রেও তৎপর কলকাতা পুলিশ। কেএমসি এবং কলকাতা পুলিশের এই যৌথ উদ্যোগ এবং কর্ম পরিচালনায় সন্তুষ্ট মহানাগরিক ফিরহাদ হাকিম। দূষণ রুখতে প্রতিমা জলে পড়ার সঙ্গে সঙ্গেই ক্রেন দিয়ে তা তুলে নেওয়া হচ্ছে। শুধু গঙ্গা সংলগ্ন ঘাটেই নয়, আদিগঙ্গার সঙ্গে যুক্ত ঘাটগুলোতেও রয়েছে একই তৎপরতা।