প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: প্রিয়ঙ্কর, সম্পাদনা: তীর্থঙ্কর
দেশভাগের আগে ও পার বাংলায় সেন বাড়ির পুজোর শুরু। বাস্তু বদল করে এ পারে শহর কলকাতায় এসেও দুর্গা আরাধনার ২৬০ বছরের পুরনো রীতিই ধরে রেখেছে এই পরিবার। বাড়ির মহিলারা এখানে পুজোর যোগাড় করার পাশাপাশি ঢাকের তালে মাতিয়ে রাখেন বোধন থেকে নিরঞ্জন।