হালখাতা, মিষ্টির বাক্সের সঙ্গে এসে পড়ে গৃহস্থের বাড়িতে, দেওয়ালে কি ঠাঁই পায় ক্যালেন্ডার
সৈয়দ স্যালি লেন। সেন্ট্রাল অ্যাভিনিউ সংলগ্ন এই পাড়ায় বহু বছর ধরে ছাপা হয় ক্যালেন্ডার। কেমন আছে সে পাড়া?
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০২৫ ১৭:১৯
Share:
Advertisement
বছরে ওই কয়েকটা দিন। পয়লা বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন কিংবা ২২শে শ্রাবণ। তার বাইরে প্রয়োজন ফুরিয়েছে বাংলা ক্যালেন্ডারের। আগের মত গুরুত্ব নেই। মুঠোফোনের জমানায় নেহাতই সে বাড়তি। হালখাতার মিষ্টির প্যাকেটের যা কদর, তার সে কদর কই?