সত্তরের দশক, ‘সন্ন্যাসী রাজা’ ছবির শেষ দৃশ্য মনে আছে? উত্তম কুমারের সেই সংলাপ, ‘তোমরা আমার জয়ধ্বনি দিচ্ছ। কিন্তু বিশ্বাস করো, তোমাদের দেওয়ার মতো আজ আমার কিচ্ছু নেই।’ বর্ষীয়ান এই শিল্পীর দেওয়ার মতো যে কত কিছু ছিল, তা আজও ঝাড়গ্রামের মানুষদের দেখলে বোঝা যায়। আজও তিনি না থেকেও সকলের মনের মণিকোঠায় রয়ে গিয়েছেন।