বোলপুর সংলগ্ন সিয়ান-মুলুক বেরুগ্রামে ডায়েরিয়ার থাবা! আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের কম-বেশি ২৫০ জন অসুস্থ। দাবি করেছেন গ্রামের বাসিন্দারা। তাঁদের মধ্যে অন্তত ৩০ জন বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয়দের দাবি, ডায়েরিয়ায় এক জনের মৃত্যু হয়েছে। বাসিন্দাদের অভিযোগ, গ্রামে পানীয় জলের কোনও ব্যবস্থায় নেই। দীর্ঘ পাঁচ বছর ধরে জার্মান প্রকল্প এবং বেশ কয়েকটি নলকূপ থাকলেও সেগুলি অচল। অপরিশোধিত জল থেকেই এই রোগ ছড়িয়েছে। প্রশাসনকে জানিয়েও লাভ হয়নি বলে তাঁদের দাবি। আতঙ্ক ছড়াতে বারণ করেছে প্রশাসন।অঙ্গনওয়াড়ি কর্মী রীতা কর্মকার বলেন, ‘‘জল না থাকার কারণেই অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে। পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয়। গোটা গ্রামের মানুষ এখন ডায়েরিয়ায় আক্রান্ত।’’ যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আড়ি বলেন, ‘‘আবহাওয়ার পরিবর্তনের কারণে অথবা পানীয় জল থেকে এই ধরনের রোগ হতে পারে। অবশ্যই খবর নিয়ে দেখা হবে। ঘাবড়ানোর কিছু নেই। প্রয়োজনে আশা কর্মীদের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হবে।’’