প্রতিবেদন: রিঙ্কি ও সৌরভ, সম্পাদনা: সৈকত
অশান্ত সন্দেশখালিতে শাহজাহান শেখের বেপাত্তা হয়ে যাওয়ার ৪৮ দিন পর ২১ ফেব্রুয়ারি দুপুর ২.৪০ নাগাদ সন্দেশখালি যান ডিজি। পরদিন কলকাতায় ফিরে এসেই সোজা চলে যান নবান্ন। মুখ্যমন্ত্রীকে সন্দেশখালির আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে রিপোর্ট দেন। শুক্রবার ফের সন্দেশখালিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারকে সঙ্গে নিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। স্পষ্ট জানিয়ে দেন, আইন কেউ নিজের হাতে তুলে নিলে তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেবে প্রশাসন। কারোর কোনও অভিযোগ থাকলে সেই অভিযোগ জানাতে হবে প্রশাসনকেই। আগেরদিন শাহজাহনের নাম করেই বলেছিলেন, যাঁরা অন্যায় করেছে তাঁরা গ্রেফতার হবে।