প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: বিজন
জন্ম উত্তরপ্রদেশে। কিন্তু বারবার তিনি বাংলা সংবাদমাধ্যমের শিরোনামে। ১৯৮৯ ব্যাচের আইপিএস রাজীব কুমার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘আস্থাভাজন’ এই আইপিএসের ডায়রিতে যেমন রয়েছে হুগলির কুখ্যাত গ্যাংস্টারকে ধরে ফেলার কৃতিত্ব, তেমনই তাঁর বিরুদ্ধে সারদা কেলেঙ্কারির তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ এনেছে সিবিআই।
বর্তমানে রাজ্যের ডিজি তিনি। অশান্ত সন্দেশখালিতে শাহজাহান শেখের বেপাত্তা হয়ে যাওয়ার ৪৮ দিন পর ২১ ফেব্রুয়ারি দুপুরে নাগাদ সন্দেশখালি পৌঁছন ডিজি। গ্রামবাসীদের আশ্বস্ত করার পাশাপাশি দফায় দফায় পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। এলাকাও পরিদর্শন করেন তিনি।
‘শেখ শাহজাহান… সবাই গ্রেফতার হবে। যারা আইন ভেঙেছে,’ সন্দেশখালি থেকে ফেরার সময় জানান ডিজি। তার পরেরদিন ফের সন্দেশখালি যান ডিজি।