প্রতিবেদন: সুদীপ্তা
কালীপুজোর দিন দক্ষিণেশ্বর কালীমন্দিরে ভক্তদের ঢল নামে। দেবী এখানে ভবতারিণী রূপে পূজিতা হন। এ দিন ভোরে দেবী ভবতারিণীর বিশেষ আরতি করা হয়। পুরনো ঘটে নতুন করে গঙ্গার জল ভরে ঘট প্রতিষ্ঠা করা হয় কালীপুজোর দিন। ভোগে তেমন বৈচিত্র্ নেই। ভবতারিণীকে নিবেদন করা হয় সাদা ভাত, ঘি, পাঁচ রকমের ভাজা, শুক্তো, তরকারি, পাঁচ রকমের মাছের পদ, চাটনি, পায়েস ও মিষ্টি। তবে এখানে কারণবারির বদলে ডাবের জল দিয়ে পুজো হয়।