প্রতিবেদন: প্রচেতা ও সৌরভ, চিত্রগ্রহণ: শুভদীপ ও অর্চিষ্মান, সম্পাদনা: অলোক, আবহ সঙ্গীত: অমৃতা সরকার
সমাজ সংস্কার ছাড়াও রানি রাসমণির অন্যতম উন্নয়নমূলক কাজের শ্রেষ্ঠ নিদর্শন দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠা। ১৮৪৮ সালে তদানীন্তন সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল জেমস হেস্টি সাহেবের থেকে জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন রানি রাসমণি। ১৮৫৬ সালে সম্পূর্ণ হয় দক্ষিণেশ্বর মন্দির নির্মাণের কাজ। এই মন্দির নির্মাণের দায়িত্বে ছিল ম্যাকিনটোশ বার্ন লিমিটেড। ১৮৫৫ সালের ৩১মে স্নানযাত্রার দিন দক্ষিণেশ্বর দেবালয়ের প্রাণপ্রতিষ্ঠা করেন রামকুমার চট্টোপাধ্যায়। তিনিই ছিলেন প্রধান পুরোহিত। পরবর্তী সময়ে মন্দিরের পৌরহিত্যের দায়িত্ব নেন শ্রীরামকৃষ্ণ। দক্ষিণেশ্বর মন্দিরের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থেকেছেন কেশব চন্দ্র সেন, ব্রহ্মানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষ চন্দ্র বসু-সহ একাধিক ব্যক্তিত্ব।