সম্পাদনা: অসীম
মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে ‘ল্যান্ডফল’, তার আগেই ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে লন্ডভন্ড অবস্থা তামিলনাড়ুর। চেন্নাই, কাঞ্চিপুরম-সহ একাধিক জেলা জলমগ্ন। আগাম সতর্কতা নিয়ে ইতিমধ্যেই বুধবার পর্যন্ত সরকারি এবং বেসরকারি সমস্ত স্কুল ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার। উদ্ধারকাজ এবং বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রের থেকে ৫,০০০ কোটি টাকা দাবি করেছেন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। অন্য দিকে লাল সতর্কতা জারি করা হয়েছে অন্ধ্রপ্রদেশের একাধিক শহর এবং জেলাতেও। তিরুপতি, নেল্লোর, প্রকাশম, বাপাতলা, কৃষ্ণ, দক্ষিণ গোদাবরী এবং কাকিনাড়ার মতো জায়গায় রয়েছে বাড়তি সতর্কতা। পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় একশো কিলোমিটার গতিতে অন্ধ্রপ্রদেশের বাপাতলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মিগজাউম। আশঙ্কা করা হচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগ থাকবে। এখনই বিপর্যস্ত সড়ক পরিবহণ। রাস্তায় নেমেছে নৌকা। জলমগ্ন শহরে একাধিক জায়গায় জলের তলায় রেল লাইন। জল থৈ থৈ অবস্থা বিমানবন্দরেও। পরিস্থিতি মোকাবিলায় দুই রাজ্যেই কাজ করছে রাজ্য প্রশাসন এবং বিপর্যয় মোকাবিলা দল।