ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’। আগাম সতর্ক হয়েই রবিবার থেকে বুধবার পর্যন্ত তামিলনাড়ু থেকে একশোটিরও বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। মৌসম ভবন সূত্রের পূর্বাভাস, বঙ্গোপসাগরে তৈরি হয় ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি বাড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। ‘মিগজাউমে’ নামের ঘূর্ণিঝড়ের ‘ল্যান্ডফল’ হওয়ার সম্ভবনা রয়েছে তামিলনাড়ুর নেল্লোর এবং অন্ধ্রপ্রদেশের মছলিপত্তনমের কাছাকাছি কোনও সমতলে। আশঙ্কা, ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় একশো কিলোমিটার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে মৌসম ভবন।