মঙ্গলবার সকাল। বাতাসে শুকনো ভাব। গায়ে হাওয়া লাগলে একটু যেন শীত-শীত। পুজো পেরোতেই কি তাহলে বাতাসে হিমের পরশ লাগা শুরু হয়ে গেল? বাঙালিকে হতাশ করে এই প্রশ্নের জবাব হল, না। শীতের এখনও বাকি। আসলে, সাগরে তৈরি হওয়া নিম্নচাপের ঠেলায় আচমকাই গতি পেয়েছে উত্তুরে হাওয়া। ভোরের যে শীত-ভাব তা আসলে নিম্নচাপেরই হাতযশ। আগামী ২৪ অক্টোবর, বৃহস্পতিবার রাত এবং পরের দিন ২৫ অক্টোবর, অর্থাৎ শুক্রবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ডেনা আছড়ে পড়বে। কোথায় আছড়ে পড়বে? হাওয়া অফিস জানিয়েছে,জায়গাটা ওড়িশার পুরী এবং বাংলার সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও এলাকা। ‘ডেনা’ নাম রেখেছে কাতার। আরবীতে যার অর্থ, ‘সুন্দর এবং মূল্যবান মুক্তো’। এর একটা মানেও আছে. ‘উদারতা’ বা ‘দান’। আর পাঁচটা প্রাকৃতিক দুর্যোগের মতোই দানার প্রভাব শুরু হয়ে যাবে ঢের আগে থেকে, বস্তুত, বুধবার থেকেই।