প্রতিবেদন: সুদীপ্তা, সম্পাদনা: সুব্রত
সোঁদা মাটির গন্ধ। খড়ের কাঠামো ইতিউতি পড়ে আছে। আর হাতের খাঁজে ভেজা মাটি। নাওয়া খাওয়া ভুলে কাজ করে চলেছেন শিল্পীরা। এটাই কুমোরটুলির চেনা ছবি। পুজো আসতে আর বেশিদিন সময় হাতে নেই। তাই শিল্পীদের দম ফেলার অবস্থা নেই। বৃষ্টি মাথায় করেই কাজ চলছে কুমোরটুলির ছন্দে। সেই ছবি তুলে ধরতে আনন্দবাজার অনলাইন পৌঁছে গেল ‘প্রতিমা পাড়া’য়।