Rahul Gandhi

সাংসদপদ খারিজ থেকে রাজনীতিতে পুনরুত্থান, এ ভাবেও ফিরে আসা যায়! দেখালেন রাহুল গান্ধী

পুরনো মামলায় গত বছর রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ হয়ে গিয়েছিল। তার পর সুপ্রিম কোর্টের নির্দেশে আবার তা ফেরত পেয়েছিলেন। নতুন দফায় সেই রাহুলই এ বার বিরোধী দলনেতা। এমন কামব্যাক করতে পারেন ক’জন?

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুন ২০২৪ ২১:৩৩
Share:
Advertisement

সাংসদপদ হারিয়েছিলেন। অপসারিত সাংসদ পরিচয় নিয়ে কেটেছে চার মাসেরও বেশি সময়। সাংসদপদ হারিয়ে ছাড়তে হয়েছিল সরকারের দেওয়া বাসস্থানও। লোকসভা ভোটে তুলনামূলক ভাল ফল করার পর এ বার বিরোধী দলনেতাও হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু কেমন ছিল সেই সাড়ে চার মাস? রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, এই সাড়ে চার মাস সময় রাহুল নিজেকে গড়েপিটে নিয়েছেন আরও শক্তপোক্ত ছাঁচে। ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে জনসংযোগকে নিয়ে গিয়েছেন নতুন উচ্চতায়। বিরোধী রাজনীতির কেন্দ্রে নিজেকে স্থাপিত করেছেন। যা দেখে অনেকেই বলছেন, এ ভাবেও ফিরে আসা যায়?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement