সাংসদপদ হারিয়েছিলেন। অপসারিত সাংসদ পরিচয় নিয়ে কেটেছে চার মাসেরও বেশি সময়। সাংসদপদ হারিয়ে ছাড়তে হয়েছিল সরকারের দেওয়া বাসস্থানও। লোকসভা ভোটে তুলনামূলক ভাল ফল করার পর এ বার বিরোধী দলনেতাও হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কিন্তু কেমন ছিল সেই সাড়ে চার মাস? রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশের মতে, এই সাড়ে চার মাস সময় রাহুল নিজেকে গড়েপিটে নিয়েছেন আরও শক্তপোক্ত ছাঁচে। ভারত জোড়ো যাত্রার মধ্যে দিয়ে জনসংযোগকে নিয়ে গিয়েছেন নতুন উচ্চতায়। বিরোধী রাজনীতির কেন্দ্রে নিজেকে স্থাপিত করেছেন। যা দেখে অনেকেই বলছেন, এ ভাবেও ফিরে আসা যায়?