CIMA Art Gallery

সিমা আর্ট গ্যালারিতে পুজোর সাজে ‘লেডিজ় স্টাডি গ্রুপ’, দেখে মন মজল স্বস্তিকার

সিমা আর্ট গ্যালারিতে শুরু হয়েছে বাৎসরিক প্রদর্শনী ‘আর্ট ইন লাইফ’।

প্রতিবেদন: স্রবন্তী, চিত্রগ্রহণ: শুভদীপ, অর্ণব, সম্পাদনা: সৌম্য

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ ২১:৩৬
Share:
Advertisement

নান্দনিকতা এবং ইতিহাসের মেলবন্ধন সিমা আর্ট গ্যালারি। পাশাপাশি রয়েছে চোখ ধাঁধানো গয়না এবং ঘর সাজানোর শৈল্পিক সরঞ্জামের বিপুল সম্ভার। আরও কত কী! হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য ভারতের বিভিন্ন প্রান্তের শিল্পী এবং তাঁদের সম্ভারকে এ বারের পুজোর সংগ্রহে রেখেছে সিমা। চোখ টানবে দেশের নানা প্রান্তের শাড়ির সম্ভার। এক দিকে রয়েছে যেমন চান্দেরি, অন্য দিকে অসমের বিখ্যাত মেখলা-চাদর। রয়েছে কাঞ্জিভরম। এক কথায় যা পাওয়া যাচ্ছে না কলকাতায় তা পাওয়া যাচ্ছে সিমা আর্ট গ্যালারিতে। প্রতি বছরের মতো চলতি বছরেও সিমা গ্যালারিতে শুরু হয়েছে বাৎসরিক প্রদর্শনী ‘আর্ট ইন লাইফ’। সম্প্রতি, সিমা গ্যালারির অধিকর্তা রাখী সরকারের উদ্যোগে ‘লেডিজ় স্টাডি গ্ৰুপ’ নামের একটি অসরকারি সংস্থার সদস্যেরা সেজে উঠেছিলেন সিমার শাড়ি ও গয়নায়। দর্শকাসনে দেখা গেল অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়কেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement