প্রতিবেদন: প্রণয়
ভোট আসে, ভোট যায়। ওঁদের জীবনের কোনও পরিবর্তন নেই। ভারত এবং বাংলাদেশ দুই দেশের সীমান্তের কাঁটাতারকে কেন্দ্র করে ওঁরা যেন খাঁচাবন্দি। সীমান্তে সেনা-লস্করের চোখরাঙানি নিয়েই কাঁটাতারের পারে ওঁদের জীবন। ওঁদের ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড— সবই রয়েছে। কিন্তু ভারতীয় নাগরিক হয়েও সমান মর্যাদা পান না ওঁরা। তার পরেও গণতন্ত্রের সব চেয়ে বড় উৎসবে ওঁরা শামিল হন প্রতি ভোটে। উন্নয়নের আশায়। এ ভাবেই অভ্যস্ত হয়ে গিয়েছেন নদিয়ার সীমান্ত এলাকার চরমেঘনা গ্রামের বাসিন্দারা।