Tunnel Collapsed

নাম ধরে ডাকলেও সাড়া মিলছে না, তেলঙ্গানার টানেলে আটকে পড়া আট শ্রমিক কেমন আছেন?

শনিবার সকালে তেলঙ্গানার নাগারকুর্নুল জেলায় ভেঙে পড়ে শ্রীশৈলম সুড়ঙ্গ। সুড়ঙ্গ ভেঙে আটকে পড়েন আট জন।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৬
Share:
Advertisement

টানেল তৈরির কাজ শুরু হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৫০ জন শ্রমিক টানেলের ভিতরে ঢুকে ছিলেন। তাঁরা প্রায় ১৩.৫ কিলোমিটার ভিতরে ঢোকার পর টানেলের ছাদ ধসে পড়ে। এই ঘটনায় ৮ জন শ্রমিক, যাদের মধ্যে ২ জন ইঞ্জিনিয়ার আটকে পড়েন। বাকি ৪২ জন শ্রমিক কোনওমতে টানেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন, ভারতীয় সেনার ২৪ জন সদস্য। তাঁদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন একটি কয়লাখনির ২৩ জন শ্রমিকও। শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও, উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এগোনোর জন্য সুড়ঙ্গের ভিতর আঁকাবাঁকা পথে এগোচ্ছেন উদ্ধারকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement