টানেল তৈরির কাজ শুরু হওয়ার পর এই দুর্ঘটনা ঘটে। প্রায় ৫০ জন শ্রমিক টানেলের ভিতরে ঢুকে ছিলেন। তাঁরা প্রায় ১৩.৫ কিলোমিটার ভিতরে ঢোকার পর টানেলের ছাদ ধসে পড়ে। এই ঘটনায় ৮ জন শ্রমিক, যাদের মধ্যে ২ জন ইঞ্জিনিয়ার আটকে পড়েন। বাকি ৪২ জন শ্রমিক কোনওমতে টানেল থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। উদ্ধারকাজ চালাচ্ছেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২৮ জন, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ১২০ জন, ভারতীয় সেনার ২৪ জন সদস্য। তাঁদের সহযোগিতা করতে এগিয়ে এসেছেন একটি কয়লাখনির ২৩ জন শ্রমিকও। শ্রমিকদের নাম ধরে ধরে ডাকা হলেও, উল্টো দিক থেকে এখনও পর্যন্ত কোনও সাড়া মেলেনি।এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দ্রুত এগোনোর জন্য সুড়ঙ্গের ভিতর আঁকাবাঁকা পথে এগোচ্ছেন উদ্ধারকারীরা।