প্রতিবেদন: প্রচেতা, সম্পাদনা: সৈকত
আগামী বছর থেকে দু’বার বোর্ড পরীক্ষা দিতে পারবে পড়ুয়ারা। যেটিতে পরীক্ষার্থীর ফল ভাল হবে সেই ফলটি সে নির্বাচন করতে পারবে। সোমবার ছত্তীসগঢ়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এ কথা জানিয়েছেন। উল্লেখ্য, নতুন শিক্ষানীতিতে বছরে দু’টি বোর্ড পরীক্ষার কথা বলা হলেও তা এখনও প্রস্তাব আকারেই আছে। ধর্মেন্দ্রর দাবি, পড়ুয়াদের মানসিক চাপ কমাতেই এই সিদ্ধান্ত।আইসিএসই পরীক্ষায় কোনও একটি বিষয়ের ফল খারাপ হলে করোনার সময় থেকে সেই বছরেই আর এক বার ওই পরীক্ষা দেওয়ায় সুযোগ দেওয়া হচ্ছে। এ ভাবে সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দেওয়া যায়।