Leopard attack

সাইকেল আরোহীর উপর চড়াও চিতাবাঘ!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৫:৫০
Share:
Advertisement

অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানের ভিতরে জাতীয় সড়ক দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন স্থানীয় এক ব্যক্তি। হঠাৎই হলদিবাড়ি ‘অ্যানিম্যাল করিডর’-এর কাছে একটি চিতাবাঘ ওই সাইকেল আরোহীর উপর ঝাঁপিয়ে পড়ে। হতচকিত ওই সাইকেল চালক মাটিতে পড়ে যান। ভিডিয়োটি কাজিরাঙা জাতীয় উদ্যানের সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে। ভিডিয়োতে দেখা যায়, চিতাবাঘটি সাইকেল আরোহীকে পড়ে যেতে দেখে দৌড়ে আবার জঙ্গলে ঢুকে পড়ে। বনকর্মীদের ধারণা, চিতাবাঘটি ওই সময় জঙ্গলের ভিতরের রাস্তা পার হচ্ছিল। আচমকা ওই সাইকেলটির সঙ্গে তার ধাক্কা লাগে। সাইকেলের ঠিক পিছনেই ছিল একটি চার চাকার গাড়ি। কয়েক সেকেন্ড দেরি হলে চিতাবাঘটির গাড়ি চাপা পড়ার সম্ভাবনা ছিল বলে মনে করছেন বনকর্মীরা।যদিও ঘটনাটি ২০২২-এর ১৯ জানুয়ারির। তবে ওই সিসিটিভি ফুটেজটি সম্প্রতি প্রকাশ্যে এসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement