কান চলচ্চিত্র উৎসবে গ্রাঁ প্রি সম্মান পেয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন পরিচালক পায়েল কাপাডিয়া। সম্প্রতি ঠাকুমার প্রিয় শহর কলকাতা ঘুরে গেলেন কান-জয়ী পরিচালক। বং কানেকশন, সিনেমা দর্শন, এফটিআইআই, মুম্বই, বলিউড - সব নিয়ে আনন্দবাজার অনলাইনে একান্ত আলাপচারিতায় পায়েল।