Johnny Lever Wanted to Die
জীবনে ইতি টানতে রেললাইনে পৌঁছেছিলেন জনি লিভার! কী কারণে হল সিদ্ধান্ত বদল?
সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের কৌতুকাভিনেতা জনি লিভার জানালেন, এক বার আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন তিনি। সেই মতো রেললাইনে পৌঁছেও গিয়েছিলেন।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৯
বলিউডের
সর্বকালের অন্যতম সেরা কৌতুকাভিনেতা বলা হয় তাঁকে। নব্বইয়ের দশকে প্রায় সব ছবিতেই
তাঁর কৌতুক অভিনয়ে মাতিয়ে রাখতো দর্শককে। তিনি, জনি লিভার। তবে জানেন কি সবাইকে হাসিয়ে বেড়ানো এই
অভিনেতাই এক বার আত্মহত্যা করতে গিয়েছিলেন? সম্প্রতি, এক সাক্ষাৎকারে জীবনের সেই অন্ধকার সময়
নিয়ে মুখ খুললেন জনি। কেন তিনি আত্মহত্যা করতে গিয়েছিলেন? কেনই বা শেষমেশ সেই সিদ্ধান্ত
বদলালেন তিনি? তাও জানিয়েছেন জনি।
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের
Google News,
X (Twitter),
Facebook,
Youtube,
Threads এবং
Instagram পেজ)