ইদের মরসুম। প্রত্যাশিতভাবেই বড়পর্দায় ফিরছেন দাবাং খান। সদ্য মুক্তি পেয়েছে সলমন খানের আপকামিং ছবি 'সিকন্দর'-এর ট্রেলার। নায়কের বিপরীতে কে, এই নিয়ে কৌতূহল বরাবরের। ২৮ বছর বয়সী রশ্মিকা মন্দানার সঙ্গে জুটি বেঁধেছেন ৫৯ বছর বয়সী সলমন। এর আগেও নিজের থেকে অনেক কম বয়সী নায়িকার সঙ্গে জুটি বাঁধা নিয়ে সমালোচনা হয়েছে বলিপাড়ায়। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলরকে ‘বুড়ো সলমন’ বলে ট্রোল করতেও ছাড়েনি ভক্তেরা। এই ছবির ট্রেলার লঞ্চে এইবার মুখ খুললেন সলমন খান। বাবা সেলিম খানের উপস্থিতিতেই ছক্কা হাঁকালেন নায়ক।