ক্যাটরিনা থেকে অনিল-সোনম, মুম্বইয়ের পুজোর শেষ লগ্নে জমিয়ে মজা বলি তারকাদের
মুম্বইয়ে দুর্গাপুজোর হইচই কম নয়। প্রতি বছরের মত এ বারও বলি তারকাদের দেখা গেল বিভিন্ন মণ্ডপে।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ ১৮:২৪
Share:
Advertisement
মুম্বইয়ে দুর্গাপুজোর হইচই কম নয়। তার উপরে যদি সেই পুজোয় থাকেন
বলিউডের তারকারা, তবে তো কথাই
নেই। কলকাতার পুজোর জৌলুস যতই থাকুক, মুম্বইয়ের নক্ষত্রদের উপস্থিতিতে হওয়া পুজোর ঔজ্জ্বল্য অন্য রকম।