মালদহে চার বছরের এক শিশুর শরীরে বার্ড ফ্লু ভাইরাস মিলেছে। পরীক্ষা করে দেখা গিয়েছে, এইচ৯এন২ বার্ড ফ্লু ভাইরাসের সংক্রামক প্রজাতির সংক্রমণ হয়েছে শিশুটির শরীরে। গত ফেব্রুয়ারি মাসে শিশুটিকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। ধুম জ্বরের সঙ্গেই প্রচণ্ড শ্বাসকষ্ট ও পেটব্যথা ছিল তার। পরে পরীক্ষা করে তার শরীরে বার্ড ফ্লুর ভাইরাস ধরা পড়ে। তারপরেই বিশেষ সতর্ক স্বাস্থ্য ভবন। যদিও মুরগির মাংস বা ডিম খাওয়ায় কোনও বাধা নেই বলেই জানিয়েছে স্বাস্থ্য ভবন।