সাহিত্যে, সিনেমায়, শিল্পে একাকিত্ব বা নিঃসঙ্গতা নিয়ে কথা বলা হয়। তা নিয়ে তর্ক-সমালোচনাও নেহাত কম হয় না। কবি যেভাবে নিঃসঙ্গতাকে দেখেন, মনোবিদ সেভাবে দেখেন না। তবে মনের কথা খুলে বলা যে খুব প্রয়োজন, তা নিয়ে দ্বিমত নেই কারও। 'দ্বিতীয় বসন্ত' ধারাবাহিকেও সেই বিষয় উঠে এসেছে। এ প্রসঙ্গে বিশেষজ্ঞদের মত কী? কীভাবে মানসিক স্বাস্থ্য ভাল রাখবেন। খোঁজ নিল আনন্দবাজার অনলাইন।