বাংলাদেশের সংরক্ষণ-বিরোধী পড়ুয়া আন্দোলনের জেরে এ রাজ্যে আটকে পড়েছেন বহু বাংলাদেশি নাগরিক। প্রতি বছরই বহু বাংলাদেশি ‘ইন্ডিয়া’য় আসেন চিকিৎসা করাতে। কলকাতায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালগুলোয় আসেন অনেকেই। অনেকে এসেছিলেন শুধুই কলকাতা ঘুরতে। বিক্ষোভের জেরে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আটকে পড়েছেন এ শহরে। অনেকেরই ভিসার মেয়াদ ফুরিয়েছে। তবে ২২ জুলাই, সোমবার থেকে সরকারি বাস পরিষেবা চালু হয়েছে। সারা দিনে একটি মাত্র বাস ঢাকা পর্যন্ত যাচ্ছে। কী বলছেন কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকেরা?