Bandel

Bandel Station:অনেক ভোগান্তি শেষে বড় পুরস্কার! ব্যান্ডেল স্টেশনের নাম গেল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২২ ১৯:৩৬
Share:
Advertisement

২৭ মে, শুক্রবার বিকেল ৩টে থেকে ব্যান্ডেল স্টেশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়েছিল। কাজ চলছিল রুট ইলেকট্রিক্যাল ইন্টারলকিংয়ের। ৩০ মে, সোমবার রাত ১টা ২০ নাগাদ ইন্টারলকিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানান রেল কর্তৃপক্ষ। এই কাজের ঠিকাদার সংস্থা ‘পরম’-এর এমডি পুনীত পাঠক জানান, বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেমের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’-এ ব্যান্ডেলের নাম পাঠানো হয়েছে। এক হাজার দুই রুটের ইন্টারলকিং সিস্টেম চালু হল ব্যান্ডেলে।

সোমবার সকাল সাড়ে ৯টায় প্রথম ট্রেন ব্যান্ডেলে ঢোকে পরীক্ষামূলক ভাবে। এর পর রেলওয়ে সেফটি কমিশনার ছাড়পত্র দিলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। সোমবার দুপুরে চিফ রেলওয়ে সেফ্‌টি কমিশনার শুভময় মিত্র, হাওড়ার ডিআরএম মণীশ জৈন -সহ রেলের আধিকারিকরা ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম পর্যবেক্ষণ করেন। ডিআরএম মণীশ জৈন জানান, সেফ্‌টি কমিশনার অনুমতি দিলেই ট্রেন চালু হবে। আশা করা যাচ্ছে, বিকেলের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement